top of page

জলপথে নতুন পরিষেবা চালু হাওয়ায় তীর্থযাত্রীর অনেকটাই খুশি


রুচিকা মুখার্জি


গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য সুখবর এবার থেকে সরাসরি ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য জলপথে শুরু হলো বিলাসবহুল ক্রুজ পরিষেবা। বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সোমবার থেকে ট্রায়াল পরিষেবা চালু করল সংস্থাটি।.


সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহে তিন দিন শুক্র, শনি ও রবিবার প্রাথমিকভাবে ডায়মন্ডহারবার জেটিঘাট থেকে সকাল সাড়ে ৯ টায় গঙ্গাসাগরে কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে ক্রুজটি। ও বিকাল ৪:৩০ মিনিটে কচুবেড়িয়া থেকে আবার যাত্রী নিয়ে ফিরবে।


আর ক্রুজের এই বিলাসবহুল যাত্রা করতে খরচ খুবই কম। শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এই ক্রুজে ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবা পাওয়া যাবে। তার জন্য ৩৪৮ ও ৩৯০ টাকা করে পরিশোধ করতে হবে যাত্রীদের।


ক্রুজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় সব ঠিকঠাক থাকলে আগামীতে সপ্তাহে ৭ দিনে ক্রুজ পরিষেবা সচল থাকবে।


তীর্থযাত্রীরা জানান, ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবা চালু হওয়াতে অনেকটাই সুবিধা সরাসরি জলপথের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে কচুবেড়িয়া যেখানে সময় অনেক কম লাগবে। এই পরিষেবা চালু হওয়াতে অনেকটাই খুশি।

Comentários


bottom of page