top of page

ধৃত রামপুরহাটের কোটিপতি কনস্টেবল! জেনে নিন কত কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন মনোজিত


হিসাব বর্হিভূত সম্পত্তির অভিযোগ। আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কনস্টেবল মনোজিত বাগিশ (৪৭)।

বাড়ি বারুইপুর। রামপুরহাট থানায় কর্তব্যরত ছিলেন। পুলিশ ডিরেক্টরেট থেকে এসিবি তে অভিযোগ হয়েছিল। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই কনস্টেবেলকে।


ধৃত কনস্টেবলের কোটি টাকার বিনিয়োগ!

  • ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট

  • ৯ লক্ষ ৮৭ হাজার ৪৯১ টাকার এলআইসি পলিসি

  • ১১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের গাড়ি উপহার দিয়েছেন বান্ধবীকে


এছাড়াও তদন্ত করে দেখা হচ্ছে জমি ও বাড়ি কতগুলো রয়েছে।

সম্পত্তি বৃদ্ধির সময় কাল ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ।


২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে রাজ্য দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে। যে সময় তদন্ত শুরু হয়েছিল সেই সময় প্রাথমিক ভাবে ৪৩ লক্ষ টাকার বিনিয়োগ সামনে এসেছিল। তদন্ত এগোতেই তা ছুঁয়েছে কোটি টাকায়। আরও বাড়তে পারে বলে দাবি তদন্তকারী সংস্থার।


২২ মে ২০২২ সালে নগর ও দায়রা আদালতে অভিযুক্তর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছিল।

হাওড়া জেলা পুলিশ, হাওড়া কমিশনারেট, হাওড়া গ্রামীন পুলিশ কাজ করেছেন। এই কোটিপতি কনস্টেবেল রামপুরহাট থানায় কর্মরত ছিলেন।



Comments


bottom of page