top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে সাতে সাত রোহিতদের


বিশ্বকাপের রেকর্ড গড়ে জয় ভারতের। শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে সাতে সাত মেন-ইন-ব্লুজ। ব্যাটে-বলে-ফিল্ডিং-এ কার্যত মাঠে খুঁজে পাওয়া গেল না লঙ্কা ব্রিগেডকে। নইলে তিন তিনটে সেঞ্চুরি মাঠে ফেলে আসার বিলাসিতা করেও ভারতের জয়ের ব্যবধান তিনশ পার! শ্রীলঙ্কা জয়ের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার বিশ্বকাপে নতুন রেকর্ড করল ভারতীয় দল। এর আগে বিশ্বকাপের সব থেকে বড় ব্যবধানে ভারতের জয় হয়েছিল বারমুডার বিরুদ্ধে। ২০০৭ সালের বিশ্বকাপে ২৫৭ রানে জিতেছিল ভারত। অধিনায়ক রাহুল দ্রাবিড়। সেই দ্রাবিড় এবার ভারতের কোচ। ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে এই মাঠে এই শ্রীলঙ্কাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনির ভারত। প্রেসিডেন্সিয়াল বক্সে সেই সিট দুটো খালি ছিল। যেখানে এসে পড়েছিল ধোনির ছয়! সুতরাং প্রস্তুতি ছিলই ভারতের। তবে এত বড় ব্যবধানে জয় নিশ্চিত আশা করেনি কেউ।


চোট জর্জরিত এই শ্রীলঙ্কা যে আগের শ্রীলঙ্কা নয়। তা জানা ছিলই। প্রতিযোগিতার মাঝপথে ম্যাথিউসকে উড়িয়ে এনেও তা দিয়ে ফর্মে থাকা ভারতীয় দলকে আটকানো সম্ভব ছিল না। জানতেন শ্রীলঙ্কার থিঙ্ক ট্যাঙ্ক। পারলোও না। টস জিতে প্রথমে ভারত ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস। শুরুতেই রোহিত শর্মাকে খুইয়ে চাপে ভারত। রোহিত রান পেলেন না ঘরের মাঠে। ম্যাচের দ্বিতীয় বলে আউট হওয়ায় ম্যাচ ধরলেন শুভমান গিল এবং বিরাট কোহলিরা। দ্বিতীয় উইকেটের জুটিতে ১৮৯রান। নিশ্চিত সেঞ্চুরি মাঠে রেখে ড্রেসিং রুমে ফিরলেন বিরাট। বিরাট কোহলি করেছে ৮৮ রান ৯৪ বলে ইনিংসে মারলেন ১১ টি ছয়। কিছুক্ষণের মধ্যেই মাঠে দ্বিতীয় সেঞ্চুরি ফেলে এলেন, শুভমন গিল। ৮রান ছেড়ে এলেন মাঠে। শচিন কন্যা সারা ছিলেন। হতাশায় মুখ ঢাকলেন হাতে। দাদাদের দেখে অনুপ্রাণিত শ্রেয়স আয়ারও থামলেন সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে।


শ্রীলংকার ইনিংসে প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। তারপর আগুন ঝরালেন মহম্মদ সিরাজ ৩ উইকেট তুলে নিয়ে। শ্রীলঙ্কার মিডিল অর্ডার ধ্বসানোর দায়িত্ব যেন নিয়েছিলেন বাংলার মহম্মদ শামি। ৫ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫৫ রানে শেষ হল শ্রীলংকার ইনিংস। ভারতের সফলতম বোলারদের মধ্যে রয়েছে সেই বাংলার শামি। যাকে প্রথম দুটি ম্যাচে টিমের বাইরে রেখেছিলেন ভারতীয় থিঙ্ক-ট্যাঙ্ক। তারপর থেকে টানা জবাব দিয়ে যাচ্ছেন শামি। বিশ্বকাপের ম্যাচে আবারও তিনি নিলেন পাঁচটি উইকেট। এটাই এখনও পর্যন্ত তার সেরা পারফরমেন্স একদিনের ক্রিকেটে। এখনো পর্যন্ত বিশ্বকাপে উইকেট সংখ্যা হল তার ৪৫। জাভাগল শ্রীনাথ এবং জাহির খানের ৪৪ উইকেটের নজির টপকে গেলেন শামি। সিরাজ ৩ উইকেটে ১৬ রান। ৮ রানে এক উইকেট বুমরার,আর ৪ রানে ১ উইকেট জাদেজার। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৭টাই জিতে টেবিল টপে ফের উঠে এল ভারত।


Comentarios


bottom of page