লখনউতে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড, বিশ্বকাপ ক্রিকেটে দুই নীলের লড়াই!
- Wrishita Mukherjee, WTN
- Oct 29, 2023
- 1 min read

লখনউতে বিশ্বকাপের খেলা ভারত বনাম ইংল্যান্ডের, রবিবার ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। উইলির প্রথম ওভারে রান করতে পারলেন না রোহিত শর্মা। এদিকে ওকসের বলের লাইন বুঝতে না পেরে শুভমান গিল আউট হয়ে গেলেন।
ভারতের হয়ে খেলছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি,কে এল, রাহুল সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা,কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ,মহম্মদ সামি,মহম্মদ সিরাজ, এবং ইংল্যান্ডের হয়ে খেলছে জনি বেয়ারস্টো, ডেভিড মলান, জো রুট, বেন স্ট্রোক্স, জোস বাটলার,লিয়াম লিভিংস্টোন, মঈন আলী,ক্রিস ওকস,ডেভিড উইলি, আদিল রশিদ,মার্ক উড।
উইকেট খোয়ালেন শ্রেয়স,বিপদের মুখে ফেলে দিলেন দলকে। চার রানে শ্রেয়াস লিয়ারকে সরিয়ে দেন ওকস। শ্রেয়াস আউট শুভমান গিল আউট এদিকে বিরাট কোহলি ও আউট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি উইকেট হারিয়ে লড়ছে ভারত। এদিকে অর্ধশত রান করা রোহিতের সঙ্গী এখন কে এল রাহুল।
রবিবারের ম্যাচে প্রথম দিকে ভারত শুভমান গিল এবং বিরাট কোহলি কে হারানোর সাথে শ্রেয়াসের জন্য এটি একটি ভালো সুযোগ হবে।
ডিফেনডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের পাঁচের মধ্যে চারটি ম্যাচে হেরেছে। মরিয়া ইংল্যান্ডের লক্ষ্য সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখা। উল্টোদিকে রোহিতের ভারত টানা পাঁচটি জয় নিয়ে এখনও অপরাজিত বিশ্বকাপে। ম্যাচের ফলাফল বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কি ম্যাজিক করবে ভারত? সেই দিকে তাকিয়ে ইংল্যান্ড!
Comments