top of page

তেহট্ট সমবায় সমিতির ভোটে জয় বামেদের, ৬২ আসনের মধ্যে ৫০ আসন লাল

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


তেহট্টের মৃগী সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হল বামেরা। ৬২ আসনের মধ্যে ৫০ টি আসনে জয়লাভ করল বাম প্রার্থীরা। বাকি ১২টি আসন গেল বিজেপির দখলে।


রবিবার ছিল মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন। নির্বাচনে প্রার্থী দেয়নি তৃণমূল। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনেও তেহট্টো এলাকার একটি পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে পারেনি তৃণমূল। কৃষ উন্নয়ন সমিতির এই নির্বাচনে ৫০ টি আসনের জয়লাভ করে পরিচালন কমিটি দখল করে নিলো সিপিআইএম।


উচ্ছাসে মেতে ওঠেন বাম কর্মী সমর্থকরা সিপিআইএমের দাবি নিশ্চিত বুঝেই প্রার্থী দেয়নি শাসক দল। অন্যদিকে বিজেপির দাবি ইন্ডিয়া জোট মেনে প্রার্থী দেয়নি শাসক দল। ভোট প্রসঙ্গে ও কোন প্রতিক্রিয়া দেয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Comments


bottom of page