১৫দফা দাবিদাওয়া নিয়ে সিপিআইএম-এর নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘেরাও ঘিরে বিশৃঙ্খলা । প্রধানকে স্মারকলিপি প্রদান করার সময় এক কর্মীকে সিপিএম বলা নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাই, ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পাশাপাশি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদকের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সদস্যের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক জানান, মহিলাদের উদ্দেশ্য করে ঝগড়া শুরু করে তৃণমূল পঞ্চায়েত। অন্যদিকে আরেক পঞ্চায়েত সদস্য মস্তানি করেন। মহিলাদের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, পূর্বনির্ধারিত স্মারকলিপি ছিল। ভালো ভাবেই কথা চলাকালীন পিছন থেকে কেউ পরিস্থিতি উত্তপ্ত করেছে। চোর শ্লোগান দেওয়া মানে চোর হওয়া নয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি পরবর্তী সিদ্ধান্ত নেব।
Comentários