৮ দফা দাবি জানিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ সিপিএমের। প্রধানের সঙ্গে সিপিএম-এর বাকযুদ্ধ চলে দীর্ঘক্ষণ।
বকেয়া ১০০ দিনের মজুরি প্রদান করে নতুন কাজের ব্যবস্থা। সেচনালা সংস্কার ও বাঁধ মেরামত, বিভিন্ন পানীয় জলের সরবরাহ, বর্গাদারদের জমিতে চাষ করার অধিকার, পঞ্চায়েত অফিসে হয়রানি বন্ধ করা, হাতির উপদ্রব রুখতে ব্যবস্থা গ্রহণ সহ মোট ৮ দফা দাবিদাওয়া।
এই নিয়ে তৃণমূল পরিচালিত নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটি।
নকশালবাড়ি দলীয় কার্যালয় থেকে মিছিল করার পর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় নেতাকর্মীরা। পরে প্রধানকে স্মারকলিপি প্রদান করা হয়। ১০০ দিনের কাজ কেন আটকে রয়েছে, তা নিয়ে বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত।
নকশালবাড়ি সিপিএম এরিয়া কমিটি সম্পাদক জানান, "প্রধানকে ঘেরাও করে দাবি জানানো হল। দাবিদাওয়া পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।"
তৃণমূল প্রধান জানান, গোটা রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এটি পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু করা সম্ভব নয়। আগামী দিনে ১০০ দিনের পাওনা টাকার দাবিতে দলের পক্ষ থেকে দিল্লিতে ধর্নার ডাক দেওয়া হয়েছে গান্ধীজয়ন্তীতে।
Comments