অন্ডাল থানার খন্দরা গ্রাম পঞ্চায়েত এলাকায় গুলিবিদ্ধ হন সিপিএম নেতা বুদ্ধদেব সরকার। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়।
সিপিএম নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অন্ডাল থানার খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি কোলিয়ারি এলাকায়। তবে কেন ঘটলো এই ঘটনা তা নিয়ে হচ্ছে প্রশ্ন। যদিও দলের দাবি রাজনৈতিক কারণে আক্রমণ করা হয়েছে বুদ্ধদেব সরকারের ওপর।
জানা যায় খান্দলা গ্রামের বাসিন্দা সিপিএম নেতা বুদ্ধদেব সরকার শ্রমিক সংগঠনের কাজে সিদুলি পৌঁছেছিলেন। তারপরেই আবার বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় সহকর্মীদের সঙ্গে দেখা করে তিনি যখন গাড়িতে উঠছিলেন তখনই আচমকা রাস্তার উল্টো দিক থেকে কেউ তাকে লক্ষ্য করে গুলি চালায়।
সূত্র অনুযায়ী, পরপর তিন রাউন্ড গুলি চালানো হয়। যেখান থেকে একটি গুণী লাগে তার কাঁধে। অপর একটি গুলি লাগে গাড়ির লুকিং গ্লাসে। তবে তৃতীয় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। সিপিএম নেতার গায়ে গুলি লাগার পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন অন্ডাল থানা ও বনবহাল ফাঁড়ির পুলিশ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বামপন্থী সমর্থকরা বিক্ষোভ দেখান ঘটনাস্থলে। যদিও তাকে কেন গুলি মারা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
জুলি সাউ
Kommentarer