top of page

কসবা ছাত্রের মৃত্যুর তদন্তের দায়িত্ব কলকাতা নগরপালের


কসবা পড়ুয়ার রহস্য মৃত্যু এবার কলকাতা নগরপালকে তদন্তের দায়িত্ব দিল হাই কোর্ট।


মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর, কসবার বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু মামলা ছিল। বিচারপতির নির্দেশ অনুযায়ী, ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্য এসএসকেএম-এর চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে।


স্কুলের সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় বিচারপতি।


স্কুল পক্ষের আইনজীবী বলেন, স্কুলের প্রজেক্ট না করায় শিক্ষকের সাথে ঝামেলায় বাধে পড়ুয়ার। সেই দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়।


অন্যদিকে, পড়ুয়ার বাবা স্কুল শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করে। তিনি জানান, "আইনজীবী নিয়ে থানায় গেলেও আমাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়নি।"


পড়ুয়ার বাবা আরো জানান, "ময়নাতদন্তের রিপোর্ট দেখে আমাদের সন্দেহ হয়। সেই কারণে দ্বিতীয়বার ময়নাতদন্ত এবং এসআইটি গঠনের দাবি জানানো হয়।"

Comentários


bottom of page