top of page

বসিরহাটে সাংবাদিক পরিচয় নোট জালিয়াতির কারবার, গ্রেফতার


ভুয়ো সাংবাদিক পরিচয় দিয়ে জাল নোটের কারবার। গ্রেফতার করা হয়েছে গৌতম বসু নামের এক ব্যক্তিকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সীমান্ত লাগাওয়া কামারডাঙ্গা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে ।


পুলিশ এই ব্যক্তির থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে। যার মধ্যে আছে একটি PRESS স্টিকার দেওয়া ফোর হুইলার গাড়ি, পাঁচটি ২০০০ টাকার জাল নোট, টাকার মাপে কাটা কিছু কাগজের বাণ্ডিল। এছাড়াও মিলেছে একটি সাংবাদিকের ভুয়ো আই কার্ড, আধার কার্ড। সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে এই ব্যক্তি বসিরহাট সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জাল নোটের কারবার করছিল । পাশাপাশি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য একটি PRESS লেখা ফোর হুইলার গাড়ি ব্যবহার করে। এমন কি, নিজের কাছে সাংবাদিকের একটি ভুয়ো পরিচয়পত্রও রেখেছিল ।


গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ, তারপর বসিরহাট থানার পুলিশ কামারডাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


আজ সোমবার, ২৫শে সেপ্টেম্বর দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Commenti


bottom of page