উত্তর ২৪ পরগণার ঝিকড়া গ্রামের নাম ফের উঠে আসলো রেশন সরবরাহ বিষয়ক ঝামেলায়। এবার অভিযোগ এলো রেশনে গ্রাহকদের নষ্ট আটা দেওয়া হচ্ছে।
বেশ কদিন আগে সামিউল ইসলামকে নামক রেশন ডিলারকে সাসপেন্ড করে জেলা রেশন দপ্তর। ফলে সেই দায়িত্ব যায় প্রতিবেশী রেশন ডিলার আনারুল ইসলামের ওপর।
গ্রামের দুয়ারে রেশন ক্যাম্প থেকে রেশন দেওয়া হয় আজ। ফলে সকালে রেশন নিতে যায় এলাকার বাসী। কিন্তু ঝামেলা শুরু হয়ে বন্টনের ঘন্টাখানেক পর থেকেই।
জানা যায় সেখান থেকে নষ্ট আটা দেওয়া হচ্ছিল। ক্ষুব্ধ গ্রামবাসী ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ যাওয়ার পরে বন্ধ হয় বিক্ষোভ।
রেশন ডিলার আনারুল ইসলাম জানিয়েছেন, গ্রামে সরকারি তরফে যে আটা দেওয়া হয়, তা তাঁরা বিতরণ করছে। ফলে তাঁদের এখানের কিছু করার নাই।
ভরতপুর ব্লকের রেশন অফিসে বিষয়েটি জানানো হয়েছে। তাঁরা গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখছে।
Comments