সোমবার দুপুরে মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সদস্যদের যে ভোটপর্বটি চলছে, তা পশ্চিমবঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভোটাভুটির এই প্রক্রিয়ায় স্বয়ং উপস্থিত আছেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাক, সাংসদ আবু তাহের খান।
খবরে প্রকাশ, অসুস্থতার কারণে আবু তাহের আসতে পারছেন না।
কংগ্রেস নেতারা একযোগে এই ভোটাভুটি পর্বে উপস্থিত আছেন কেন?কারণ, এই পর্বটি শুরু হওয়ার আগেই পঞ্চায়েতের সভাপতি সহ- মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতি আদৌ কংগ্রেসের দখলে থাকবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছেন কংগ্রেসের হয়ে। বিচারপতি সেই মামলা চলবার সম্মতি দিয়েছেন। মামলাটি এজলাসে ওঠবার সম্ভাবনা আজ সোমবারেই।
এই ভোটাভুটি ঘিরে সম্প্রতি রানিনগর যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে তারই চুড়ান্ত বহিঃপ্রকাশ ঘটছে আজ সোমবারে। গত ৮ সেপ্টেম্বর কংগ্রেসের পক্ষ থেকে রানিনগরে যে সমাবেশ হয়, দুষ্কৃতিকারীরা আগত অংশগ্রহণকারী কংগ্রেসকর্মীদের সমাবেশে প্রবেশে বাধা দেয়। অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারী।
এই বাধাদানের বিরুদ্ধে প্রতিরোধ করা হলেই রানিনগরের পরিবেশ বিগড়োয়। স্থানীয় পুলিশ থানায় তাণ্ডব চলার পাশাপাশি পাল্টা অভিযোগ ওঠে যে তৃণমূল কার্যালয়েতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই ধ্বংসাত্মক বিক্ষোভের নেতৃত্বে অধীর চৌধুরী স্বয়ং ছিলেন বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়।
রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৭ জন সদস্য, ৯ জন পঞ্চায়েত প্রধান, ৩ জন জেলা পরিষদ সদস্য, ২ জন বিধায়ক ও একজন সাংসদের উপস্থিতিতে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া শুরু হবে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বিচারপতি অমৃতা সিনহা ভোটাভুটির প্রক্রিয়াটি আদালতে রায়দান অবধি স্থগিত রাখতে বলেছেন।
Comments