ফালাকাটাকে মহকুমা করার দাবি কংগ্রেসের, পোস্টারে ছয়লাপ
- Ruchika Mukherjee, WTN
- Sep 10, 2023
- 1 min read

মহকুমার দাবিতে ফালাকাটা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রবিবারে শহর জুড়ে প্রচার শুরু হয়েছে । সেই প্রচারের জন্য পোস্টারিং চলছে।
ধুপগুড়িতে সম্প্রতি অনুষ্ঠিত উপ-নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের আশাতীত জয়ের প্রেক্ষিতে এই কংগ্রেসের এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। বিজেপি, বামফ্রন্ট সহ কংগ্রেসের পরাজয়ের পরে কংগ্রেস সদস্যদের চাঙ্গা করবার জন্যে আঞ্চলিক স্তরে উত্তরবঙ্গের কংগ্রেস শাখা ফালাকাটাকে কেন্দ্র করে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আগামী দিনে এই মহকুমা করার দাবিতে গোটা ব্লক জুড়ে গণ-সাক্ষর সংগ্রহ করা হবে। ধর্ণা মঞ্চ গঠন করে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের পরিকল্পনার কথাও জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
ফালাকাটা ব্লক কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার জানান, ফালাকাটাকে মহকুমা ঘোষণা করে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে মানুষের ভাবনাকে গুরুত্ব দেওয়া হোক।
আলিপুরদুয়ার জেলা ঘোষণা হওয়ার দীর্ঘ ৯ বছর পেরিয়ে যাওয়ার পরও আজও পর্যন্ত ফালাকাটাকে মহকুমা ঘোষণা না হওয়ার ক্ষোভে ফুসছে ফালাকাটার মানুষজন।
Comments