top of page

কুর্মিদের কালা দিবসের মঞ্চ থেকে এবার রাজনৈতিক নেতাদের বেঁধে রাখার নিদান সুরজিৎ মাহাতোর

গত ৬ ই সেপ্টেম্বর কলা দিবসের ডাক দেয় আদিবাসী কূর্মি সম্প্রদায় । সেই উপলক্ষে বুধবার বাঁকুড়ার রায়পুরে একটি কর্মসূচির ডাক দেওয়া হয় কূর্মী সম্প্রদায়ের পক্ষ থেকে । বাঁকুড়ার রায়পুরের সুবুজ বাজার এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় সেই দিন। ইতিমধ্যে একাধিক বার কুর্মিদের উন্নয়নসহ , কুর্মী সম্প্রদায়কে এস টি তালিকাভুক্ত করার জন্য রাস্তায় নেমেছিল কুর্মি সম্প্রদায় ।



এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী কুর্মি সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সুরজিত মাহাতো রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, "কুর্মিদের উন্নয়ন না হলে এবং কুর্মি সম্প্রদায় কে এস টি তালিকাভুক্ত না করা হলে কোন রাজনৈতিক নেতারা গ্রামে গেলে তাদের বেঁধে রাখুন।"


এক কথায় প্রকাশ্য সভা মঞ্চ থেকে রাজনৈতিক নেতাদের বেধে রাখার নিদান দেন কুর্মিনেতা সুরজিৎ মাহাতো । এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও সুর চরাতে শোনা যায় , জঙ্গলমহল থেকে রাজনৈতিক দলকেও উৎখাত করার ডাক দেন তিনি ।


পরে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তিনি তার নিজের বক্তব্যে অনড় থাকেন।


তার এই মন্তব্যের ব্যাখা দিয়ে কুর্মি সম্প্রদায়ের কেন্দ্রীয় কমিটির নেতা সঞ্জয় মাহাতো দাবি করেন যে, গাছে বেঁধে রাখা বলতে, তিনি রাজনৈতিক প্রতিরোধের কথা বলেছেন ।


দেবমাল্য ভট্টাচার্য



コメント


bottom of page