হাসপাতালের এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য কোচবিহারে। হাসপাতালের রোগীদের খাবার থেকে শুরু করে বেডশিট ধোয়ার লন্ড্রি খরচ, ডায়ালিসিস মেশিন, গাড়ির তেল এমনকি সিটি স্ক্যান মেশিনের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। মেডিকেলের প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার নুরউদ্দিন মল্লিক এই আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে গত ৬ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনে পাঠিয়েছেন।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যে গত সোমবার স্বাস্থ্যদপ্তরের একটি টিম এসে হাসপাতালের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেছে। তারা কয়েকদিন থেকে এই রিপোর্ট দেখেছে।
পাশাপাশি, দুর্নীতি ঢাকতে হাসপাতালের একাংশ নার্সকে দিয়ে বিভিন্ন বিলে জোর করিয়ে স্বাক্ষর করেছেন। এই মর্মে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করেছেন নার্সদের একাংশ।
সবমিলিয়ে গোটা ঘটনায় হইচই পড়ে গিয়েছে কোচবিহারে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই এমএসভিপি ডঃ রাজীব প্রসাদ জানান, "একটা গরমিলের অভিযোগ এসেছে। আমরাও তদন্ত করে দেখছে। যিনি অভিযোগ করেছেন তার গোটা বিষয়টি জানেন। কারন মেডিকেল কলেজের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস তিনি দেখেন।"
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, হাসপাতালের এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের এক টিম তদন্ত করে গিয়েছে।।
Comentários