কলকাতায় উৎসবের মরশুমে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ১৯ কেজি সিলিন্ডারের দাম এক লাফে বেড়ে হল ১০৩ টাকা ৫০ পয়সা। হোটেল, রেস্তোরাঁতে ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১ হাজার ৯৪৩ টাকা। গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। গত মাসের ১ তারিখেও বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল। তখন সিলিন্ডারপিছু দাম ছিল ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সা।
বড় ধাক্কা নভেম্বরের শুরুতেই, এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। আজ তেল কোম্পানিগুলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে ১০৩ টাকা ৫০ পয়সা। বুধবার ১লা নভেম্বর থেকে নতুন দরগুলি কার্যকর হয়েছে৷ কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পরেই ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৯৪৩ টাকা।
এক মাসের মধ্যে চার মহানগরে আবারও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কত হয়েছে গ্যাসের দাম?
মুম্বইতে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৭৮৫ টাকা ৫০ পয়সা হয়েছে। কলকাতায়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ১৮৩৯.৫০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ১৯৪৩ টাকায়। রাজধানী দিল্লিতে, বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১৮৩৩ টাকা হয়েছে। চেন্নাইয়ের নয়া দাম ১৯৯৯ টাকা ৫০ পয়সা হয়েছে।
প্রায় ১৬ মাস পরে, চলতি বছরের অগাস্ট মাসে সাধারণের জন্য একলাফে রান্নার গ্যাসের দাম কমে ২০০ টাকা। ২০২২, ৭ই মে -এর পরে, এলপিজি সিলিন্ডারের দাম নেমেছে হাজারের নীচে। কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে বড়সড় ঘোষণা করে। তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই ঘোষণায় বলা হয়েছে, সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। কেন্দ্রের আরও ২০০ টাকা ভর্তুকি উজ্জ্বলা প্রকল্পে। সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা, উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা ভর্তুকি। তাতে ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা হয়। কলকাতায় এই ঘোষণার ফলে সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ১২৯ টাকা। বর্তমানে ৯২৯ টাকায় তা মিলছে। দিল্লিতে এই ঘোষণার পরে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা, চেন্নাইতে দাম ১১১৮ টাকা এবং মুম্বইয়ে দাম ১১০২.৫০ টাকা হয়েছে।
Comentarios