top of page

ফাইলেরিয়া রোগের প্রকোপ রুখতে যৌথ অভিযানে জেলা স্বাস্থ্য দপ্তর ও রায়গঞ্জ পুরসভা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

ফাইলেরিয়া রোগের প্রকোপ রুখতে যৌথ অভিযানে নামলো জেলা স্বাস্থ্য দপ্তর ও রায়গঞ্জ পুরসভা৷ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় রায়গঞ্জের মিলনপাড়া এলাকায় রক্ত পরীক্ষার নৈশকালীন রক্ত পরীক্ষার ক্যাম্প শুরু করলো প্রশাসন।


এদিন এই ক্যাম্পে ৩০০ জনের রক্তের নমুনা সংগ্রহের লক্ষ্য মাত্রা নিয়ে বিশেষ ক্যাম্পের সুচনা করা হয় পুর প্রশাসনের তরফে। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।


ফাইলেরিয়ার ভাইরাসের খোঁজ রাতেই পাওয়া যায়। সেই কারনেই রাতেই পুরসভার সহায়তায় এই বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর বলে জানা গেছে।

Comments


bottom of page