top of page

ফের ডেঙ্গিতে মৃত্যু রাজ্যে, ভাঙড়ের পর এবার রানাঘাটে ডেঙ্গি আতঙ্ক

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


ফের ডেঙ্গিতে মৃত্যু কলেজ ছাত্রীর। নদিয়ার রানাঘাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী বছর একুশের সুস্মিতা মণ্ডল। সোমবার রাতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাণাঘাট মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

পরিবার সূত্রে খবর, শান্তিপুর থানার পুলতা গ্রামের বাসিন্দা ওই ছাত্রী গত চার দিন আগে থেকে জ্বর নিয়ে ভুগছিলেন।


তারপর তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় হবিবপুর যাদব দত্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে রাণাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও, পরিবারের তরফ থেকে ওই ছাত্রীকে ভর্তি করা হয় রাণাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে।


সেখান থেকেই গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুনরায় ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। রানাঘাটে ভর্তি হওয়ার দেড় ঘন্টার মধ্যেই মৃত্যু হয় ওই ছাত্রীর।


যদিও নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির কারণেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন মৃত ছাত্রীর পরিবার। ছাত্রীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


ইতিপূর্বে, সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় মনোয়ারা বিবির। তিনি "ডেঙ্গি শক সিনড্রোমে' আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।


এই মুহূর্তে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩,৪১৬। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া যে হারে বাড়ছে তাতে হাসপাতালে বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা।

Commentaires


bottom of page