top of page

রেহাই নেই হাসপাতালেও, কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক্স-রে ইউনিটের টেকনিশিয়ানের বিরুদ্ধে

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


রেহাই নেই হাসপাতালেও। শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন নদীয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালের ডিজিট্যাল এক্স-রে ইউনিটের টেকনিশিয়ান কল্যাণ জানা।


হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতা কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার রাতে হাসপালাতে এক্স-রে করাতে যান ওই ছাত্রী। ছাত্রীর বয়ান অনুযায়ী, সেই সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ ও ধর্ষণের চেষ্টা করে ওই টেকনিশিয়ান। ওই ছাত্রী কলেজে কর্তৃপক্ষের কাছে কল্যাণ জানার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।


সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কল্যাণ জানাকে। শুক্রবার সকালে অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।





Comments


bottom of page