top of page

মুখ্যমন্ত্রী : এসএসকেএম হাসপাতালে ভুল চিকিৎসা , ফলে পায়ে বাড়াবাড়ি সংক্রমণ!


স্পেন সফরে গিয়ে পুরনো জায়গায় নতুন করে আঘাত পান। মুখ্যমন্ত্রী তারপর ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন পরের দিনই অর্থাৎ ২৪ শে সেপ্টেম্বর এসএসকেএমএ তার পায়ের চিকিৎসা হয়। তার পায়ের আঘাতে ভুল চিকিৎসা করা হয়েছিল সেই কারণেই সেপটিকের আঁকার নিয়েছিল বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন। তিনি বললেন, "আমার ১০ থেকে ১২ দিন আইভি ইনজেকশন চলেছে কারণ ভুল ট্রিটমেন্ট এর জন্য আমার পায়ে ইনফেকশনটা সেপটিক এর মত হয়ে গিয়েছিল। " স্পেন থেকে বাড়িতে ফিরে চিকিৎসা হওয়ার পর চিকিৎসকদের কথায় তার পুরোপুরি বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। বাড়িতে বসেই সমস্ত দলীয় কাজ এবং প্রশাসনিক কাজ সামলেছেন। গত ২৭ শে অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালে তিনি বাড়ি থেকে বের হন। ৩৩ দিন পর তিনি বাড়ি থেকে বের হন। মঙ্গলবার তিনি নবান্নে গিয়েছিলেন। মমতা ব্যানার্জির এই ভুল চিকিৎসকের মন্তব্য করে হাতিয়ার বানিয়ে ময়দানে নেমেছে বিরোধীরা।



শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের ক্লিপ নিজের এক্স এ পোস্ট করে লেখেন,স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা করার জন্য। এদিকে মমতার হাতে রয়েছে স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী বুধবার বলেন কেউ কেউ বলার চেষ্টা করছেন ৫৫ দিন পর তিনি নবান্নে গিয়েছিলেন মঙ্গলবার তারা ভুল তথ্য দিচ্ছেন। তিনি বাড়িতে থেকে কাজ করলে সেটাই তার কাছে অফিস। কারণ সেখান থেকেই তার সমস্ত কাজ পরিচালনা করেছেন। নবান্ন থেকে রোজ তার বাড়ির অফিসে ফাইল গিয়েছে।কোন ফাইল পড়ে নেই। প্রয়োজনে বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উত্তরের প্লাবন সিকিমের বিপর্যয় আটকে থাকা রাজ্যের পর্যটকদের উদ্ধার করার জন্য ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনিক বৈঠকও করেছেন। মহালয়ার আগে থেকে রাজ্যের হাজার হাজার পুজো মণ্ডপ উদ্বোধন সবই করেছিলেন বাড়ি থেকেই।

Comments


bottom of page