আজ বৃহস্পতিবারের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গপোসাগরে নিম্নচাপের সৃষ্টি। ওড়িশা উপকূল দিয়ে এই নিম্নচাপ ছত্রিশগড়ে ঢুকবে। ওড়িশা ও ছত্রিশগড়ে প্রবল বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। এই প্রভাব বাংলাতেও পড়বে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা এবং ওড়িশার উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে আবহাওয়া বদল হবে। বাড়বে গরম সঙ্গে আদ্রতাজনিত অসস্তি।
কলকাতায় মেঘলা আকাশই দেখা যাবে সকাল থেকে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
Comentarios