দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন সবেই মালদা জেলার ভালুক স্টেশন পেরিয়েছে। সেই সময় এক আট বছরের শিশু সেই রেললাইন ধরে বাড়ি ফিরছিল। শিশুটি একটা বড়ো গর্ত দেখতে পায় রেল লাইনে।
মালদার ছোটো শিশুটির মনে তখন প্রশ্ন জাগে এই গর্ত তার কারণে ট্রেনটির কোন ক্ষতি হবে না তো? ভাবতে ভাবতে শিশুটি পরনে লাল জামা খুলে ফেলে ওড়াতে থাকে। সেটা মাথার উপর ঘোরাতে ঘোরাতে এগিয়ে যায় ট্রেন লাইনের দিকে, তখনই ট্রেন চালক দেখে ট্রেনটি থামিয়ে দেন।
পঞ্চম শ্রেণীর ছাত্রের উপস্থিত বুদ্ধিতে এক বড় দুর্ঘটনা থেকে আমরা মুক্ত পেল আপ শিয়ালদহ-শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদার শিশুটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো ছাত্রছাত্রী এবং অনেক মানুষের জীবন রক্ষা করেছে। সেই ছবি ভাইরাল হবার পর রেল কর্তৃপক্ষ শিশুর সাহসের তারিফ করতে ব্যস্ত হয়ে পড়েছেন।
রেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে তিনটে। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা ভালুক স্টেশন পেরিয়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ সবটা জানার পর শিশুটির কাছ থেকে সঙ্গে সঙ্গেই সেই রেল লাইনের কাজ মেরামতি শুরু করতে থাকে রেল। শেষ ট্রেনটি নিরাপদেই নিজের গন্তব্যে পৌঁছায়।
শিশুটির গ্রামবাসী শিশুটিকে নিয়ে এখন মাতামাতি করছে তারা গর্বিত শিশুটি এত বড় একটি কাজ করেছেন এতগুলো মানুষের জীবন রক্ষা করেছে, আর সাহসের জন্য গ্রামবাসী তাকে নিয়ে গর্বিত বোধ করছেন।
Comments