top of page

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাঁশের চরাট ভেঙে মাল বোঝাই গাড়ি জলে


শনিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নদী পারাপারের সময় বাঁশের চরাট ভেঙে মাল বোঝাই গাড়ি পড়লো জলে । গাড়ি চালক ঘটনাটিতে গাড়ির তলায় পড়ে যায়। তবে স্থানীয় লোকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

চালককে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়ে। ঘটনারজেরে এলাকাতে চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, অনেকদিন ধরে এই ঘাটে যাত্রী সহ মালবহ গাড়ি পারাপার হয় নৌকা এবং বাঁশের সাঁকো দিয়ে। যখন জল বাড়ে পারাপারের বাঁশের চরাট তুলে পার হতে হয় নৌকাদের।


কিছু দিন ধরে জল কম থাকার জন্য এলাকাবাসী ও মাঝিরা নৌকা এবং বাঁশের চরাট দিয়ে পারাপার করছিলো। ওই দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিও এভাবে আগেও কয়েকদিন পারাপার ল্রে।


শনিবার দিন গাড়িটি মাছের খাবার নিয়ে ডোমকলের দিক থেকে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় হরিহরপাড়া থানার পুলিশ। তারপরেই উদ্ধার করা হয় গাড়িটিকে।


অন্যদিকে মাঝিরা বলছেন, যে কোনো ভারি গাড়ি নৌকাতে নিয়ম মেনে পারাপার করা হয়। কিছু ওই গাড়ির চালক নিয়ম না মেনে আসে, তাই দূর্ঘটনা ঘটে। হরিহরপাড়া পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করছেন।

Comments


bottom of page