top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

জি-২০ সম্মেলনে উপস্থিত থাকছে না চিন-রাশিয়া



হাতে মাত্র আর কয়েকটা দিন। ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। তার আগেই জানা গেল এই সম্মেলনে উপস্থিত থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও এই বিষয়ে চিনের তরফে লিখিত কিছু জানানো হয়নি এখনো। এদিকে এই খবর পাওয়া মাত্রই হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কেন এই সম্মেলনে উপস্থিত থাকছেন না তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, এলএসি-তে সীমান্ত এবং মানচিত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই সংক্রান্ত নানান প্রশ্নের মুখে হয়তো পড়তে পারেন চিনের প্রেসিডেন্ট। আর সেই অস্বস্তি এড়াতেই তিনি অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তবে চিন প্রেসিডেন্টের গরহাজিরকে কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, "আমি হতাশ ৷ কিন্তু, আমি জিনপিংকে দিল্লিতে দেখতে চাই"।

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে অংশ নিতে ৭ সেপ্টেম্বর দিল্লি আসছেন জো বাইডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আগামী ৮ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক বৈঠক করার কথাও রয়েছে তাঁর।


তবে শুধু চিন নয়, জানা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-20 সম্মেলনে উপস্থিত থাকছেন না ৷ আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে জি-20 সম্মেলন হতে চলেছে ৷


ইতিমধ্যেই দিল্লি সরকার ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে। ৪০টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা এই সম্মেলনে। দিল্লির ট্র্যাফিক পুলিশদের দফায় দফায় মহড়া দেওয়া হয়েছে। সেজে উঠেছে রাজধানী। সেজে উঠছে বিলাসবহুল হোটেলগুলিও।



Comments


bottom of page