সোমবার বিকালে কাটোয়া স্টেশন বাজার এলাকায় হঠাৎই এক দম্পতির মধ্যে অশান্তি শুরু হয় টাকা নিয়ে। অচিন্ত্য সরকার ও বুনি বারুইকে এরপর আটক করে কাটোয়া পুলিশ। তাদের কাছে থাকা ব্যাগ থেকে দেড় লক্ষ টাকা পাওয়া যায়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা অভাবের তাড়নায় তারা নিজেদের ছমাসের পুত্র সন্তানকে বিক্রি করেছেন। পশ্চিম বর্ধমানের উখুড়া আনন্দপল্লি থেকে ক্রেতা সুভাষ পণ্ডিত ও চম্পা দেবী নামে দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে।
উখুড়া গ্রামে এই নিঃসন্তান দম্পতি, তাদের প্রতিবেশীর সন্তানকে কিনে নেয় অর্থের বিনিময়। এবং শর্ত দেয় তারা যেন এলাকা ছেড়ে চলে যায়।
পুলিসের কাছে দেওয়া জবানবন্দি অনুযায়ী, অচিন্ত্য সরকার তার স্ত্রীকে নিয়ে কাটোয়া থানার পলসোনা গ্রামে নিজের বসতবাড়িতে ফিরে যাচ্ছিল। তখনই পুলিশ তাদের দেওয়া সূত্র অনুসরণের পর গেপ্তার করে অন্য দম্পতিকে।
আজ ধৃত চারজনকে শিশু বিক্রির দায়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করল কাটোয়া থানার পুলিশ।
Comments