top of page

মায়ের কোল ফাঁকা, খাস কলকাতায় পুকুরে ডুবে মৃত শিশু

সোমবার রাতে বাঁশদ্রোণী এলাকার এক পুকুর থেকে ৩ বছরের একটি শিশুর মৃত্যু দেহ উদ্ধার করা হয়। শিশুটির বাড়ি মধ্যেপাড়া জয়নগর। তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। এলাকাবাসীদের থেকে জানা গিয়েছে, শিশুটি সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ ছিল। শিশুটির বাড়ি মধ্যেপাড়া জয়নগর। শিশুটির বাড়ির লোক তাকে খুঁজে না পেয়ে পুলিশয়ে নিখোঁজ ডায়রী করে। পরে বাঁশদ্রোণীর পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি পোস্ট মোর্টেমের জন্য পাঠানো হয়। এই রহস্য মৃত্যু ঘিরে নানান প্রশ্ন উঠছে। কি করে গেল শিশুটি একা একা ওই পুকুরে ? শিশুটির বাড়ির লোকরাই বা কোথায় ছিল যখন শিশুটি বাড়ির থেকে বেরিয়ে যায় ?




Comments


bottom of page