top of page

বাচ্চাবদলের অভিযোগ ইসলামপুর হাসপাতালের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা


বাচ্চা বদলের চাঞ্চল্যকর অভিযোগ উঠল ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। গত ২৩ তারিখ মোঃ জাবিব নামে এক ব্যক্তি তার স্ত্রীকে এই হাসপাতালে ভর্তি করান । বিকেল তিনটে নাগাদ তার স্ত্রীকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়ার পর এক নার্সিং স্টাফ এসে জানান তার ছেলে হয়েছে ।

ঠিক তার ১৫ মিনিট পর বেশকিছু নার্সিং স্টাফ এসে তাকে জিজ্ঞাসা করেন তিনি কি জানেন যে তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? উত্তরে তিনি জানান তার ছেলে হয়েছে। কথা শুনে স্টাফেরা চলে যাওয়ার প্রায় মিনিট দশেক পর ফিরে এসে জানান তার মেয়ে হয়েছে।


ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জাবিব বলেন তিনি তার স্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। তবে তার স্ত্রীও জানতেন না তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে । জন্মের পর সন্তানকে দেখতে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রথমে মৌখিক এবং মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেন জাবিব । তারা বাচ্চার ডিএনএ পরীক্ষা করার দাবি জানান।

Kommentare


bottom of page