top of page

সরকারি ভ্যাকসিন নিয়ে এক কন্যা শিশু অসুস্থ


প্রতিনিধিত্বমূলক ছবি


দেগঙ্গার বেড়াচাঁপা ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর কাউকেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গত ২১শে সেপ্টেম্বর বসেছিল শিশুদের সরকারি ভ্যাকসিন শিবির। সেই শিবিরে ৫ বছরের কন্যা সন্তান সুমিমা আখতার পারভীনকে ডিপিটি বুস্টারের ২য় ডোজ ভ্যাকসিন করাতে নিয়ে এসেছিলেন ইয়াজপুর পূর্বপাড়া শিশুকন্যার বাবা বাহার উদ্দিন।


বাড়ি ফিরে বিকালে সুমিমার জ্বর আসায় স্বাস্থ্যকর্মীর দেওয়া প্যারাসিটামল খাইয়ে দেন। এরপর রাতে ওই শিশুর টিকাস্থানে লাল দগদগে চক্র চক্র দাগ ফুটে ওঠে ,যা পরের দিন সকালে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ক্রমশ শিশুটি দূর্বল হয়ে পড়েছে।


স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে গেলে তারা বিশ্বনাথপুর গ্রামীন হাসপাতালে পাঠায়। সেখান থেকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসকরা জানায় একাধিক কারণে হতে পারে উভার ডোজ বা জং ধরা অথবা সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন দিলে এমনটাও হতে পারে এটাই জানায়।


২১ তারিখ থেকে ২৭ তারিখ আজ বুধবার এতগুলো দিন কেটে গেলেও অসুস্থ শিশুটিকে নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে পরিবারের সকল সদস্যের। শিশুটির পরিবারের অভিযোগ ওই ভ্যাকসিন দেওয়ায় শিশুটির এমন ঘটনা ঘটেছে। যা মানতে চাইছেনা স্বাস্থ্য কর্মী।


ক্ষোভে ফুঁসছেন শিশুর পরিবার।

Comments


bottom of page