পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের ঘোষক্ষীরা এলাকার একটি সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু।বাড়িতে হঠাৎ করেই অসুস্থ বোধ করে ছোট্ট শিশুটি। পরিবারের লোক শিশুকে নিয়ে তাড়াহুড়ো করে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে হাসপতালে।
আর এর পরেই ৩০ মিনিটের মধ্যে শিশুটির মৃত্যু ঘোষনা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন।ওয়ার্ডেই শুরু হয় বিক্ষোভ।
পরিবারের দাবি শিশুকে বেডে ভর্তি করার পর কোনো ডাক্তার দেখতে আসেনি। শুরুই হয়নি শিশুটির চিকিৎসা। আর তার ৩০ মিনিটের মধ্যেই মৃত্যু হয় শিশুটির।
শুরু হয় বিক্ষোভ ডাক্তাদের চেম্বারের দরজায় ধাক্কা দিয়ে বিক্ষোভ চলে। এরপর ডেবরা থানার পুলিশ এসে হাজির হয়ে, পরিস্থিতি স্বাভাবিক করে।
আপতকালীন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসকের গাফিলতি না থাকলে ছোট্ট তিন বছরের ফুটফুটে শিশুটি হয়তো ক্রমে সুস্থ হয়ে উঠত।
Comments