top of page

দেগঙ্গায় অজানা জ্বরে মৃত্যু হল ২ বছরের শিশু, দেগঙ্গায়ও কি ডেঙ্গি ছড়াচ্ছে?

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

দেগঙ্গায় অজানা জ্বরে মৃত্যু এক শিশুর। মৃত শিশুর নাম সাজিদ-উদ্দিন মণ্ডল। রবিবার রাতে কলকাতার আর জি কর হাসপাতালে মৃত্যু হয় ওই শিশুর।


২ বছরের শিশুটির মৃত্যুর প্রশংসাপত্রে মৃত্যুর কারণ Acute Encephalitis লিখেছেন চিকিৎসক। যার অর্থ, তীব্র জ্বর এবং ক্লিনিকাল স্নায়বিক প্রকাশ, যার মধ্যে রয়েছে মানসিক বিভ্রান্তি, বিভ্রান্তি, প্রলাপ এবং কোমা।


পরিবার সুত্রে জানা গিয়েছে, দেগঙ্গা পশ্চিম চ্যাংদানা গ্রামের সাজিদের গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হয়। জ্বরে ছোট শিশুর চোখ টকটকে লাল দেখে ভয় পেয়ে যান পরিবার।


প্রবল বৃষ্টির মধ্যে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যেতে না পারায় গ্রামের এক আশাকর্মীকে ফোন করে জানায় শিশুটির মা। আশাকর্মীর কথা মত প্যারাসিটামল খাওয়ানো হয় শিশুটিকে।


শিশুর মা তনুজা বিবি জানান, শুক্রবার সকালে ফের জ্বর বেড়ে যাওয়ায় বিশ্বনাথপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে রক্ত পরীক্ষা করান চিকিৎসক। সেখানেই শিশুর অবস্থা অবনতি ঘটনায় তড়িঘড়ি বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।


সেখান থেকে কলকাতার আর জি কর হাসপাতালে রেফার করেন বারাসত জেলা হাসপাতাল।


শুক্রবার থেকে টানা ৩ দিন শিশুটি কোমায় থাকার পর রবিবার রাতে সেখানে মৃত্যু হয়।


সোমবার শিশুর দেহ দেগঙ্গার বাড়ি নিয়ে এলে শোক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। চ্যাংদানার ওই গ্রামে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন গ্রামবাসী। তার মধ্যে এক যুবকের ডেঙ্গি পজিটিভ বলে জানা গেছে।


Comments


bottom of page