৬ রাজ্যের মোট ৭টি বিধানসভা কেন্দ্রের আজ উপনির্বাচনের ফল প্রকাশ হলো। এর মধ্যে ৩টিতে জয়ী হয়েছে বিজেপি, বাকিগুলিতে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এই জয়কে ইন্ডিয়া জোটের জয় বলে মন্তব্য করেন।
আগামী বছর লোকসভা ভোট। তার আগে এই উপনির্বাচনকে 'ড্রাই রান' বলেই মনে করছে এনডিএ বিরোধী জোট ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে এদিন উপনির্বাচনে ব্লক দখল করেছে তৃণমূল। এছাড়াও, কেরলের পুথুপল্লি, উত্তরপ্রদেশের ঘোসি, ত্রিপুরার ধানপুর ও বক্সানগর ও উত্তরাখণ্ডের বাগেশ্বরে উপনির্বাচন হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবরে, ত্রিপুরার ২টি আসন বিজেপির দখলে। বাগেশ্বরেও জিতেছে বিজেপি। পুথুপল্লি এই মুহূর্তে ইউডিএফ-র দখলে। জেএমএমের দখলে দুমরি। উত্তর প্রদেশের ঘোসিতে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি।
আজ জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি রওনা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে ধূপগুড়ির জয়কে মানুষের জয় বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,“সারা ভারতবর্ষে যে ভোট হয়েছে, তাতে উত্তর প্রদেশের মতো জায়গাতেও বিজেপি হেরেছে। জিতেছে যে তিনটে তার মধ্যে ২টো ত্রিপুরা। সেখানে কাউকে লড়তেই দেয় না। মাত্র ২টো লোকসভা কেন্দ্র। এ নিয়ে হাসির কোনো কারণ নেই। এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই।”
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী আরও লেখেনঃ
"বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানাল এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা, জয় INDIA।"
Comments