উত্তরবঙ্গের চা বাগান সংলগ্ন এলাকায় একের পর এক চিতার হানা। জঙ্গল লাগোয়া অঞ্চলকে উত্তরবঙ্গবাসী এমনিতেই বিপজ্জনক জায়গা বলে চিহ্নিত করে রেখেছে। তার উপরে এই চিতার হানা, আর একের পর এক মৃত্যু। এই বন্যপ্রাণীর ভয়ে আতঙ্কিত এলাকাবাসী।
গত ২৭ই আগস্ট দলগাঁও চা বাগান লাগোয়া এলাকার এক বৃদ্ধাকে টেনে নিয়ে গিয়ে মুন্ডচ্ছিন্ন করে চিতাবাঘ। 'কথায় বলে বাঘের মাসি বিল্লি' কিন্তু সম্পর্কের খাতিরেও চিতা বাঘ যে কতখানি হিংস্র তা নিজেই প্রমাণ করে দিল।
গত ২৯শে আগস্ট তাসাটি চা বাগানের ক্ষুদি লাইনে একটি বিড়ালকে টেনে নিয়ে যায় চিতা। ঘটনাস্থলে একটুর জন্য প্রাণ রক্ষা পান দাদু নাতি। আরো একটি ঘটনা সামনে আসে ৩রা সেপ্টেম্বর, ওইদিন চিতা বাঘের হামলায় জখম হন অজয় ওরাও নামের এক ব্যক্তি।
গত একমাস আগে বাঘের হামলায় জখম হয় ঢেকলাপাড়া চা বাগান অঞ্চলের ৬ বছরের শিশু। আবারো গত সোমবার ঢেকলাপাড়া অঞ্চলে চিতার হামলা হয়, আর হামলায় প্রাণ হারায় সাত বছরের বালক।
স্থানীয় লোকেদের সূত্র খবর মাদারিহাট ১৪,ব্লকের চা বাগানে ঘাঁটি গেড়েছে চিতাবাঘ। চা বাগান সংলগ্ন ৮ থেকে ৮০ সবাই আতঙ্কিত।
দিনের পর দিন মৃত্যু ভয়ে মানুষ । তাই এইবার চিতা বাঘ ধরার লিখিত মুচলেকাকে দিতে হলো বনদপ্তরকে। আশা করা যায়, এইবার বনদপ্তরে অতিসত্বর চিতাবাঘ ধরে সাধারণ মানুষকে চিন্তামুক্ত করতে পারবে।
Comments