top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

কলকাতার রাস্তায় বাড়ির চাঙর ভেঙে পড়লো, পথচারী গুরুতর আহত


প্রতিনিধিত্বমূলক ছবি


টালিগঞ্জের দেশপ্রাণ শাসমল রোডের পাশে থাকা একটি তিনতলা বাড়ির কার্নিসের একটা অংশ ভেঙে পড়ে। সেই ভেঙে পরা অংশটি ফুটপাথ দিয়ে যাওয়া একটি মানুষের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে।


শনিবার সকালে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল কলকাতার চারু মার্কেট থানা এলাকা। আহত সেই ব্যাক্তির নাম চন্দন বর্মন। বাড়ি মেদিনীপুরে। বছর ৩৬ বয়সের ব্যাক্তিটির মাথায় ৩০ টি সেলাই পড়েছে, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রের।


দেশপ্রাণ শাসমল রোডের ধারে তিনতলা বাড়িটি দীর্ঘদিনের পুরনো। ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে কলকাতা পুরনিগমের তরফে আগেই ওই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। আজ সকাল ৯টা নাগাদ হঠাৎই ওই বাড়ির কার্নিশের একাংশ ভেঙে পড়ে রাস্তায়।


সেই সময়ই কার্নিশের ভাঙা চাঙড় এসে পড়ে চন্দন বর্মণের মাথায়। চাঙড়ের আঘাতে মাথা ফেটে যায় তাঁর। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত ওই ব্যক্তিতে দ্রুত এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।


ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছায় পুলিশ। কলকাতা পুরনিগমের আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে।


ওই জায়গাটিকে ব্যারিকেড করে ঘেরাও করা হয়েছে। জানা যাচ্ছে, ওই বাড়িটিকে দুবছর আগেই খালি করে দেওয়া হয়েছে।

Comments


bottom of page