২০২৪ সাল থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর স্বয়ংক্রিয় ছাড়পত্র প্রবর্তন করবে। বিমানবন্দর কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হল যে, শুধুমাত্র যাত্রীদের বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে পাসপোর্ট ছাড়াই শহর-রাজ্যে প্রস্থানের অনুমতি দেবে বিমানবন্দর।
সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফাইন টিও সংসদ অধিবেশনে সোমবার ঘোষণা করেন, "সিঙ্গাপুর বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে যারা স্বয়ংক্রিয়, পাসপোর্ট-মুক্ত ছাড়পত্র প্রবর্তন করবে। এই ঘোষণার ভিত্তিতে সিঙ্গাপুরের অভিবাসন আইনে বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়।
বায়োমেট্রিক প্রযুক্তি, মুখের শনাক্তকরণ সফ্টওয়্যার সহ, ইতিমধ্যে চাঙ্গি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপয়েন্টগুলিতে স্বয়ংক্রিয় লেনগুলিতে কিছু পরিমাণে ব্যবহার করা হচ্ছে।
তবে এই যে পরিবর্তনগুলি আসছে তাতে "যাত্রীদের যে প্রতিটি টাচপয়েন্টে তাদের ভ্রমণ নথিগুলি পরীক্ষা করতে দেওয়ার চাপ কমাবে এবং তাঁদের নথিগুলি একটি কেন্দ্রীয় অভিবাসন দ্বারে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তাঁদের সিঙ্গাপুরে প্রবেশ নির্বিঘ্ন এবং সুবিধাজনক করতে সহায়ক হবে।
ভ্রমণার্থীদের জন্যে পাসপোর্টের বদলে বায়োমেট্রিক্সের 'সিঙ্গল অথেনটিকেশন টোকেন' ব্যবহার করা হবে, যা বিভিন্ন টাচ পয়েন্টগুলিতে স্বয়ংক্রিয় থাকবে - ব্যাগ ড্রপ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বোর্ডিং পাসের জন্যে বারবার পাসপোর্ট দেখিয়ে প্রমাণ দেওয়ার ঝামেলা আর থাকবে না।
তবে, যেসব দেশ পাসপোর্ট না দেখিয়ে ছাড়পত্র দেয় না, সেই দেশগুলিতে যেতে হলে ভ্রমণার্থীদের অবশ্য পাসপোর্ট দেখাতেই হবে।
Comments