top of page

চাঁদে সূর্য ওঠার তিনদিন পরেও জাগানো যায়নি বিক্রম, প্রজ্ঞানকে! বাড়ছে উদ্বেগ


কথা ছিল চাঁদে সূর্য উঠলেই জেগে উঠবে বিক্রম প্রজ্ঞানকে কিন্তু তিনদিন পার হয়ে গেলেও তার কোন সাড়া মেলেনি। তবে গবেষকরা আশাবাদী, তাদের দাবি যতক্ষণ চাঁদের সূর্য রয়েছে ততক্ষণ বিক্রম এবং প্রজ্ঞানকে জেগে ওঠার সম্ভাবনা রয়েছে।


চাঁদে অবতরণের পর গবেষণার কাজ শুরু হয়ে গিয়েছিল, তারপর সমস্ত তথ্য পাওয়ার পর বিক্রম প্রজ্ঞানকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। চাঁদে রাতে সূর্যের আলো না থাকায় এবং অত্যাধিক তাপমাত্রার কারণে যন্ত্র গুলি নিষ্ক্রিয় হয়ে থাকে, তবে রিসিভার চালু রেখেছিল ইসরো।


ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংবাদমাধ্যমে জানিয়েছেন, চাঁদে যত ক্ষণ সূর্যের আলো থাকবে, তত ক্ষণ বিক্রম এবং প্রজ্ঞানের জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই তারা এক চন্দ্রদিবস, অর্থাৎ আগামী ১৪ দিন অপেক্ষা করবে।

তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি। কিন্তু সাড়া যে পাওয়া যাবেই না, তেমন কথা বলতে পারছি না। আমরা চাঁদের হিসাবে গোটা একটা দিন অপেক্ষা করতে পারি। কারণ, এই সময়ের মধ্যে অনবরত সূর্যের আলো পড়বে চাঁদের মাটিতে। ফলে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। ১৪তম দিনেও সাড়া মিলতে পারে বিক্রম, প্রজ্ঞান থেকে।’’


তবে অতি দুঃখের বিষয় বিক্রম এবং প্রজ্ঞান যদি না জেগে ওঠে তবে চিরকালের মতো বিলীন হয়ে যাবে চাঁদের মাটিতেই ।

Comments


bottom of page