top of page

চাকুলিয়া বিধানসভার বিজেপি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, ইস্তফা ১৩ জন বিজেপি নেতার


চাকুলিয়া বিধানসভার চার নম্বর মন্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। ক্ষোভ উগরে বিজেপির ৩জন ও সহ সভাপতিসহ মোট ১৩ জন বিজেপির কার্যকর্তা নিজেদের পদ থেকে ইস্তফা দেন।


শুক্রবার সন্ধ্যায় কাকনিতে বিজেপির একটি কর্মী সভা শেষে জেলা সভাপতির হাতে একটি ইস্তফা পত্র তুলে দেন চার নম্বর মন্ডলের একাধিক পদাধিকারী বিজেপির নেতৃত্বরা।


চাকুলিয়া বিধানসভার চার নম্বর মন্ডল সভাপতি হারাধন ডালি। তার ওপর অভিযোগ করা হয়, তিনি সংগঠনের অন্যান্য পদে দায়িত্বে থাকা বিজেপির কার্যকর্তাদের এড়িয়ে নিজের ইচ্ছে মতো কাজ করছেন।


তিনি পঞ্চায়েত নির্বাচনে সংগঠনের কথা না মেনে নিজের ইচ্ছেমতো ভাবে টিকিট দিয়েছেন। যা পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফলাফল হয়। এমনকি পঞ্চায়েত বোর্ড গঠনের সময় বিরোধীদেরকে সমর্থন করার কারণে পঞ্চায়েতে বিরোধী পক্ষ হতে পারেনি বিজেপি।


এই বিষয়ে মন্ডল সভাপতির কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এমনটাই জানিয়েছেন বিজেপি কার্যকর্তারা। ফলে বাধ্য হয়ে শুক্রবার জেলা সভাপতির কাছে মন্ডলের পদ থেকে ইস্তফা দেন ১৩ জন কার্যকর্তা।

Comentarios


bottom of page