সোমবার সকালে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কিন্তু কেন তার নাম পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়ালো, তা এখনো জানা যায়নি।
গত রবিবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলে প্রায় ১২ জায়গায়। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুর, দক্ষিণেশ্বরের দুটি ঠিকানাতেই তল্লাশি চালিয়েছে সিবিআই। তল্লাশি চলেছে হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায় ,কাঁচরাপাড়া সুদামা রায়, উত্তর দমদমের সুবোধ চক্রবর্তী ,ও নিউ ব্যারাকপুর এর তৃপ্তি মজুমদারের বাড়িতে । সিবিআই সূত্রে খবর এদের বাড়ি থেকে অনেক পুর নিয়োগ দুর্নীতি মামলায় নথিপত্র পাওয়া গিয়েছে। এতদিন জানা যাচ্ছিল, পুরনিয়োগ দুর্নীতি মামলায়, তৃণমূলের পৌর প্রধান ইপ পৌর প্রধান সন কাউন্সিলররা জড়িত। সেখানে বিজেপি বিধায়কের নাম কিভাবে জড়ালো, তা নিয়ে ধন্ধে বিজেপি তৃণমূল দুই শিবিরই। তাহলে কি তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন, রানাঘাটের বিজেপি বিধ্যক পার্থসারথী চট্টোপাধ্যায়? সেই কারণে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হল? নাকি পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রোমোটার অয়ন শীলের কোম্পানির সঙ্গে রানাঘাটের বিজেপি বিধায়কের কোন যোগসাজশ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই? এরকম হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
তবে এটাও সত্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম একজন বিজেপি বিধায়কের নাম জড়ালো। দেখা যাক বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে, কি অবস্থান নেয় বিজেপি রাজ্য নেতৃত্ব? কিভাবে মুখ খোলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস!
Commentaires