পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে ১৪টি পৌরসভার অধিকারিকদের সিবিআই-এর দফতরে ডাকা হল
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে ১৪ টি পৌরসভার একাধিক আধিকারিকদেরকে ডেকে পাঠানো হলো। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ টি পৌরসভার একাধিক আধিকারিকদেরকে সিবিআই-এর তলব।
চলতি সপ্তাহ থেকে এই আধিকারিকদের তলব করা হল। এই ১৪ টি পৌরসভায় সিবিআই এর পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছিল। সেই সুত্রে সমস্ত পৌরসভার তৎকালীন দায়িত্বে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হল।
ধাপে ধাপে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে আগামী দিনে।
জানা যাচ্ছে, আরও কিছু ব্যক্তিদের তলব করা করা হবে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে।
Comments