কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। ৫ই সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনারকে কুন্তল ঘোষের চিঠির তদন্তের ভার দিয়েছিলেন আলিপুরের বিশেষ আদালতের বিচারক।
নিম্ন আদালতের এই রায়ের উপর প্রশ্ন তুলে তুলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী বৃহস্পতিবার রয়েছে এই মামলার শুনানি।
জেল হেফাজতে থাকাকালীন তাঁর উপর পুলিশি বর্বরতার অভিযোগের কথা জানিয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং হেস্টিংস থানায় চিঠি লেখেন শিক্ষাক্ষেত্রে নিয়োগ কান্ডে ধৃত কুন্তল ঘোষ। চিঠির বয়ান মিথ্যে এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইডি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টির তদন্ত ভার দেন সিবিআইকে। পরবর্তী কালে এজলাস পরিবর্তন হলে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেখানেও অপরিবর্তিত থাকে নির্দেশ।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কুন্তলের আইনজীবি যান সুপ্রিম কোর্টে। ৪ অগস্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল মামলাটির। নির্যাতন সংক্রান্ত চিঠির প্রসঙ্গে কোনও মতামত জানা যায়নি হাই কোর্টের তরফ থেকে। তাই বিশেষ আদালতে অভিযোগ জানানোর পথ প্রশস্ত হল কুন্তলের। এরপরই আলিপুরের বিশেষ আদালতে চিঠি লিখে আবেদন করেন কুন্তল।
ইতিপূর্বে, সিবিআইয়ের তরফ আর্জি জানানো হয় শীর্ষ আদালতের। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানায়, নিম্ন আদালতের নির্দেশের উপর হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।
আদালতের পর্যবেক্ষণ সিবিআইয়ের আবেদন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন খারিজ হয় তাঁদের। বহাল থাকল পুলিশ এবং সিবিআইয়ের যৌথ তদন্তের নির্দেশ। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে গেল সিবিআই।
Comments