top of page

বেজায় খাপ্পা সিবিআই, কেন যুগ্ন রিপোর্ট পেশের নির্দেশ? প্রশ্ন তুলে হাইকোর্টে যাচ্চে কেন্দ্রীয় সংস্থা

Updated: Sep 11, 2023


কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত নির্দশ দিয়েছে, সিবিআই ও কলকাতা পুলিশকে এই মামলায় রিপোর্ট পেশ করতে। আদালত বলে, ২১ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই ও কলকাতা পুলিশ আলাদাভাবে বা যুগ্নভাবে রিপোর্ট দেবে। সূত্রের খবর তাতেই ক্ষুব্ধ সিবিআই ।


সূত্রের খবর , সিবিআইয়ের বক্তব্য তারা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে । তাই সিবিআই আদালতের বিচারপতি কেন কলকাতা পুলিশের সঙ্গে যুগ্ন রিপোর্ট পেশের নির্দশ দিয়েছেন? প্রশ্ন তুলছেন কেন বিশেষ আদালতের বিচারপতি যুগ্ন রিপোর্ট চাইছেন। হাইকোর্টের হস্তক্ষেপ চাইছে সিবিআই। সূত্রের খবর সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেন্চে যাবে সিবিআই।



댓글


bottom of page