রবিবার ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যায়, হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত দেগঙ্গার কুমরুলী গ্রামের ২৪ বছরের বাসিন্দা সরিফুল ইসলামের। পরিবারের একমাত্র ছেলে সরিফুল দর্জির কাজ করতো।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে প্রথমে সরিফুলের মা এবং বোন ডেঙ্গি আক্রান্ত হয়, তাদের সুস্থ হওয়ার আগেই আক্রান্তের শিকার হয় শরিফুল।
গত বৃহস্পতিবার সরিফুলের জ্বর আসলে তাকে প্রথমে স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, রক্ত পরীক্ষা করা হয় এবং রিপোর্ট ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে।
রবিবার সকালে অবস্থার অবনতি হলে তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই সন্ধ্যাবেলায় মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পরিবার। তাদের অভিযোগ মৃতের ডেঙ্গি সংক্রান্ত সমস্ত রিপোর্ট তারা আটকে রেখেছে। পরে দেখা যায় মৃত শরিফুলের সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে সেপ্টিসমিয়ার উল্লেখ করা হয়েছে
এহেন অবস্থায় ক্ষোভে ফেটে পরে মৃতের পরিবার। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁরা।
Comments