এবার আদালতের পালা বদল। বাংলা থেকে দিল্লি আদালতে সরে গেল গরুপাচার মামলা।
আজ, বুধবার আসানসোলের সিবিআই আদালত থেকে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হল দিল্লির রাউস অ্যাভিনিউতে। ইতিপূর্বে, মামলা সরানো নিয়ে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন তদন্তকারীদের পেশ করা তথ্যে সন্তোষ প্রকাশ করেন বিচারক। তারপরই মামলা সরিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন দেন তিনি। অর্থাৎ, তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল যে মামলায় অভিযুক্ত তাঁর শুনানি হবে রাজধানীতে।
বুধবার ওই মামলার শুনানিতে ২০০৫ সালের জারি করা অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিকে সামনে রেখে সওয়াল করে কেন্দ্রীয় তদন্তকারী দল। তাঁদের আইনজীবী অভিজিৎ ভদ্র একটি বিজ্ঞপ্তি পেশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তর করা সম্ভব।
এই বিজ্ঞপ্তি দেখেই আদালতে ইডির পেশ করা তথ্যের উস্মা প্রকাশ করেন করেন বিচারক রাজেশ চক্রবর্তী। তারপরই এই মামলা দিল্লি পাঠানোর নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। একই মামলায় অভিযুক্ত তাঁর মেয়ে সুকন্যাও বন্দি রয়েছেন।
প্রশ্ন উঠছে, মামলা দিল্লি স্থানান্তরিত হয়ে কি বাবা-মেয়ের উপর চাপ বাড়ানো হলো?
Comments