বুধবার ২০শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। বুধবার স্পেন ছাড়ার আগে কাতালোনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দল।
স্পেনের কাটালোনিয়ার রাষ্ট্রপতি পেরে আরাগোনেস আই গার্ষিয়া শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রীকে। বাংলার প্রতিনিধি দলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। সেই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে মোটরগাড়ি উৎপাদন,পরিবেশ ও মেডিটেক,পর্যটন,তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্র।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকও ছিলেন বৈঠকে।
মুখ্যমন্ত্রীর এই স্পেন সফরের দুটি মূল উদ্দেশ্য। রাজ্যের লগ্নি আনা এবং বাংলার ফুটবলের উন্নতি। স্পেনের বাণিজ্যক মহলকে মমতার বার্তা ছিল "বাংলায় সব আছে। এসে দেখে যান।"
মুখ্যমন্ত্রীর গোটা স্পেন সফরে তার সঙ্গে ছিলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। সব শিল্প সম্মেলন থেকে শুরু করে সব মঞ্চেই তিনি ছিলেন। বাংলার শিল্পায়নের পক্ষে সওয়ালও করেছেন ভারতের রাষ্ট্রদূত।
Comments