রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময়ে পড়ুয়াদের অনলাইন পড়াশোনার সুবিধার কথা ভেবে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া শুরু করেছিল। এই প্রকল্পের নাম দেওয়া হয় 'তরুণের স্বপ্ন'।
২০২১ সাল থেকে রাজ্য সরকার এই প্রকল্প চলে আসছে। তবে এই প্রকল্প নিয়েই সামনে আসছে এক নতুন অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূম, সিউড়ি এলাকায়। একাধিক মোবাইল বিক্রেতার দাবি, মোবাইল ফোন কেনার পরিবর্তে অনেকেই দোকানে এসে ফাঁকা বিল দেওয়ার অনুরোধ করছেন। একটিমাত্র কাগজের বিলের পরিবর্তে ১৫০০-২০০০ টাকা দিতে চাইছেন তাঁরা৷
কারণ একটাই, এই টাকা দিয়ে যে ছাত্র-ছাত্রীরা মোবাইল বা ট্যাবই কিনছেন, তার প্রমাণ স্বরূপ তাদের দোকানের জিএসটি নম্বর সহ বিল জমা দিতে হচ্ছে স্কুলে। সেক্ষেত্রে, নিজেদের পুরনো মোবাইলের আইএমইআই নাম্বার ওই বিলে লিখে প্রাপ্য ১০হাজার টাকা নেওয়ার জন্যই এই পরিকল্পনা। কিছু বেআইনী ব্যবসায়ী এই কাজ করছেন বলেও জানা গিয়েছে।
যদিও বেশ কয়েকটি স্কুলের কর্তৃপক্ষের দাবি, প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে আমরা নতুন কেনা মোবাইল বা ট্যাবের বিল সংগ্রহ করছে। কিন্তু সেই বিল প্রকৃত বিল কিনা তা দোকানে দোকানে গিয়ে যাচাই করা আমাদের সরকারের পক্ষে সম্ভব নয়। ছাত্র-ছাত্রীদের এই বিষয় সতর্ক করে দেওয়া উচিৎ।
Comments