top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

ভারত তার নাগরিকদের সতর্ক থাকবার পরামর্শ দিতেই কানাডা নিজেকে নিরাপদ দেশ বলে দাবি করেছে


ভারত বিরোধী কার্যকলাপ এবং ঘৃনামূলক অপরাধের মধ্যে কানাডায় ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের গতকাল ২০শে সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সতর্ক থাকবার পরামর্শ দেয়।


কিন্তু কানাডা সরকার থেকে সেই সতর্কতা অগ্রাহ্য করবার কথা বলা হয়েছে। নয়াদিল্লির সতর্কবার্তা অগ্রাহ্য করে কানাডার জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক বলেছেন, কানাডা একটি নিরাপদ দেশ।


কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ণনায় আরও বলা হয়েছে, “আমাদের হাই কমিশন বা কনস্যুলেট জেনারেল কানাডায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”


কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ছাত্রদের ওট্টোয়াতে ভারতের হাইকমিশন বা টরন্টো এবং ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেটগুলিতে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।


হাইকমিশন বা কনস্যুলেটগুলির নিজ নিজ ওয়েবসাইট বা ‘মদত’ পোর্টালের মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। তাদের নাম রেজিস্টার থাকলে, কোনও জরুরি অবস্থায় বা অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে দ্রুত ও সহজে যোগাযোগ করতে পারবে ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেট জেনারেল।


ওটায়াতে ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইট অনুসারে কানাডায় ২৩০,০০০ ভারতীয় ছাত্র এবং ৭০০,০০০ অনাবাসী ভারতীয় রয়েছে।

Comments


bottom of page