top of page

বাড়ির মধ্যে খাঁচাবন্দি ময়ূর ও বাজপাখি, পলাতক মালিক

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


এবার বাড়ির মধ্যে থাকা লুকানো লোহার খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায়। গোপন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বকুলতলা থানার পুলিশ জয়নগর ২ নম্বর ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর এলাকার জিয়াউল হক খানের বাড়িতে হানা দেয়। পুলিশ দেখেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় জিয়াউল হক খান।


তারপরেই বাড়িতে ঢুকে চক্ষু চরক গাছ পুলিশের। লুকোনো একটি লোহার খাঁচার মধ্যেই রয়েছে আস্ত ময়ূর ও বাজপাখি। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। লোহার খাঁচা থেকে ময়ূর ও বাজপাখিকে উদ্ধার করে বকুলতলা থানায় নিয়ে আসে পুলিশ।


বনদপ্তর সূত্রে খবর, শুক্রবার বনদপ্তরের হাতে ময়ূর ও বাজপাখিটি তুলে দেবে বকুলতলা থানা পুলিশ।

পাশাপাশি জিয়াউল হক খানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্যে ময়ূর ও বাজপাখি বাড়ির মধ্যে খাঁচা বন্দি করে রেখেছিল জিয়াউল? সে কি কোন পাচার চক্রের সঙ্গে জড়িত? রহস্যের খোলাসা হবে জিয়াউল হক খান ধরা পরার পর।

댓글


bottom of page