top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

রানীগঞ্জ আসানসোল রুটের বাস চালকদের বড় সিদ্ধান্ত


রানীগঞ্জ ও আসানসোল থেকে জামুড়িয়া যাওয়ার দুটি রাস্তা রয়েছে। একটি রানীসায়ের মোড় দিয়ে যায় এবং অন্যটি চাঁদা মোড় দিয়ে । এই রাস্তা দুটিই বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন থেকে। ছোটো গাড়ি হোক বা বড় গাড়ি, নিত্যদিনই দুর্ঘটনায় মুখে পড়ছে যাত্রীরা।


এই বিষয়ে সাধারণ মানুষজনেরা ছাড়াও রানীগঞ্জ আসানসোল রুটের সমস্ত বাস চালক ও বাস কর্মীরা প্রশাসনকে জানিয়েও কিছু হয়নি বলে অভিযোগ।


সেই কারণে, মঙ্গলবার ৩রা অক্টোবর, সকালে রানিগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার জাদুডাঙ্গা মোড়ে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বাসের কর্মীরা এবং চালকরা। রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় বাস দাঁড় করিয়ে বিক্ষোভ বাস চালক ও বাস কর্মীদের।


প্রশাসন রাস্তা মেরামতের জন্য দুদিনের সময় নেয়। বাস চালকেরা দুদিন ওই রুটের সমস্ত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।


ওই রুটের সব বাস বন্ধ করে বিক্ষোভ দেখায়। এর জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ওই অংশে। ঘটনাস্থলে পৌঁছিয়েছে জামুড়িয়া থানার পুলিশ। এর পরে ঘটনা স্থলে আসে জামুড়িয়ার বোরো ১ এর চেয়ারম্যান সেখ সান্দার। প্রায় চার ঘন্টা পরে চেয়ারম্যান রাস্তা মেরামতের জন্য দুদিন সময় নেন।


এই আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীরা জানান, রাস্তা মেরামতের পরেই বাস চালু হবে। না হলে নির্দিষ্ট কালের জন্য জামুড়িয়া রুটের সমস্ত বাস বন্ধ রাখার হুমকি দেয়।


Comentarios


bottom of page