top of page

ব্রাজিলে বিমান দুর্ঘটনা, মৃত ১৪

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে মোট ১২ জন যাত্রী এবং দু’জন বিমানকর্মী ছিলেন।



বার্সেলোস ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। উত্তর আমাজনের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোসে দুর্ঘটনাটি ঘটে। ৯০ মিনিট লাগে যাতায়াত করতে। মানাউস থেকে বার্সেলোস পর্যন্ত ছিল বিমানের গন্তব্য। তদন্ত শুরু হয়েছে ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে। যাত্রীদের পরিচয় এখনও জানা যায়নি। আমাজনের গভর্নর এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে।

Comentários


bottom of page