top of page

'রাজ্যপাল পুতুল খেলছেন!' উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


রাজ্য-রাজ্যপাল আবারও নতুন মোড়। রাজ্যপাল তথা সিভি আনন্দ বোসের ভিডিয়োবার্তার পাল্টা সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।


আজ সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন,‘‘রাজ্যপাল সংবিধান-বহির্ভূত বক্তৃতা করেছেন। রাজ্যপাল কি আদৌ রাজ্যবাসীকে বার্তা দিতে পারেন?’’


রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বোসের অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগকে ‘পুতুলখেলা' বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী।


একইসঙ্গে, সরকার মনোনীত উপাচার্যদের নিয়োগ না করা এবং তাঁদের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্থার যে অভিযোগ করেছিলেন আচার্য, তার বিরুদ্ধেও মুখ খোলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, ‘‘জঘন্য অভিযোগ করে উপাচার্যদের সম্মানহানি করা হচ্ছে।’’


এদিন রাজ্যপালের পাঁচ উপাচার্যের হুমকি পেয়ে পদত্যাগের দাবি উড়িয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ডাহা মিথ্যা কথা বলছেন।’’ ওই পাঁচ উপাচার্যকে সরকারের তরফ থেকে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার প্রমাণ চাওয়া হয়েছে। যা ঘিরে বিকাশ ভবন বনাম রাজভবনের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে।


এদিন বিকাশ ভবনে রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডেকেছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু এদিন মাত্র ১২ জন রেজিস্ট্রার বৈঠকে যোগ দেন। শিক্ষামন্ত্রীর দাবি,‘‘শিক্ষাবিদদের মধ্যে হাড়হিম করা সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছেন কে? কে ভয় দেখাচ্ছে? রাজার বাড়ি না বিকাশ ভবন?’’


বিকাশ ভবন সূত্রে খবর, এদিন যে সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বৈঠকে যোগ দেননি, তাঁদের শোকজ় করা হতে পারে।

Comments


bottom of page