top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

‘রাজ্যপাল তুঘলকি আচরণ করছেন’ মন্তব্য ব্রাত্যর, ‘রাতের মধ্যে আরও অ্যাকশন’ পাল্টা রাজ্যপাল



রাজ্য-রাজ্যপাল সংঘাতে আবারও নয়া মোড়। এবার কড়া ভাষায় রাজ্যপালকে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, "তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল।" পাল্টা রাজ্যপালের বক্তব্য, 'আমি খুশি যে আমি এরকম আচরণ করছি। মধ্যরাত পর্যন্ত দেখুন, কী অ্যাকশন হয়।'


প্রসঙ্গত, শুক্রবার বিকাশভবনের ডাকা বৈঠকে যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের মধ্যেই ১৫ জন রেজিস্ট্রারকে শো-কজের সিদ্ধান্ত শিক্ষা দফতর। এদিন গরহাজির ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারও। দুই ভবনের দ্বন্দ্বের সুর আরও এক ধাপ চড়ল একটি 'নোট' প্রকাশ্যে আসার পর।


রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে একটি নোট লেখেন রেজিস্ট্রার। নোটের বিষয়বস্তু হল, শিক্ষামন্ত্রীর ঘরে পর্যালোচনা বৈঠকের বিষয়টি। নোটে রেজিস্ট্রার এও জানান, মিটিংয়ে অংশগ্রহন না করলে উচ্চশিক্ষা দফতর থেকে ফান্ড ফ্লো নিয়ে সমস্যা হতে পারে। তবে সেই নোটের উপর উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের হাতে লেখা একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে। উপাচার্য লিখছেন, ‘আচার্যের নির্দেশ আছে, বৈঠকে না যাওয়ার জন্য। সেই কারণে আমি আপনাকে ৮ তারিখের বৈঠকে না যাওয়ার নির্দেশ দিচ্ছি।’ যদিও নোটটির বিষয় মুখে কুলুপ এঁটেছে উপাচার্য বা রেজিস্ট্রার দুজনই। তবে এই চিঠি প্রকাশ্যে আসায় রাজ্য-রাজভবন সংঘাতের আগুনে যে ঘি পড়ল তাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশের।


Comments


bottom of page